লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা

ইতিহাস ও ইতিকথা

ঢাকায় অবস্থানরত লালমনিরহাট জেলার জনগণের ঐক্য, সহযোগিতা এবং কল্যাণে উৎসর্গীকৃত একটি অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে "লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা" প্রতিষ্ঠিত হয় ১৯৮১ ইংরেজি সালে। এই সমিতির মূল উদ্দেশ্য ছিল রাজধানী ঢাকায় বসবাসরত লালমনিরহাটবাসীদের একটি সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা, যাতে সকলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহানুভূতির বন্ধন দৃঢ় হয়।

কার্যালয় ও বৈধতা

সমিতির কার্যালয় বৃহত্তর ঢাকা নগরীতে অবস্থিত। এটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী একটি স্বীকৃত ও তালিকাভুক্ত সংগঠন।

উদ্দেশ্য, লক্ষ্য ও আদর্শ

সদস্যপদ

সাধারণ সদস্য, আজীবন সদস্য ও অনারারি সদস্য – এই তিন শ্রেণির সদস্য অন্তর্ভুক্ত। সদস্যপদ লাভের জন্য নির্দিষ্ট বয়স ও ফি প্রযোজ্য।

সাধারণ সদস্য

আজীবন সদস্য

এককালীন কমপক্ষে <strong>১০,০০০ টাকা</strong> দান করলে আজীবন সদস্যপদ লাভ করা যায়।

অনারারি সদস্য

ঢাকার বাইরে থাকা সম্মানিত লালমনিরহাটবাসীদের মধ্যে যাঁরা সমিতির স্বার্থে ভূমিকা রাখেন, তাঁদের অনারারি সদস্যপদ দেওয়া হয়।

পৃষ্ঠপোষক

সমিতির জন্য ৫ জন পৃষ্ঠপোষক মনোনীত থাকেন, যার মধ্যে জেলার নির্বাচিত সংসদ সদস্যরা অন্তর্ভুক্ত।

অনারারি ডাক্তার

দুস্থদের চিকিৎসা সহায়তার জন্য প্রতি বছর অনারারি ডাক্তার মনোনীত করা হয়।

সদস্যপদ বাতিল ও বহিষ্কার

সমিতির স্বার্থবিরোধী কার্যকলাপ, অর্থ আত্মসাৎ বা অনৈতিক আচরণে সদস্যপদ বাতিল বা বহিষ্কার হতে পারে।

সমিতির বর্ষ গণনা

প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সমিতির বর্ষ বিবেচনা করা হয়।